Facilities and Recourses
অত্র কলেজে ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে অর্থনীতি, হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও গণিত বিষয়ে এবং ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ হতে ইংরেজী, বাংলা, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স প্রবর্তন করা হয়। প্রতিটি বিষয়ে শিক্ষকের পদের সংখ্যা ৪। তবে অর্থনাীতি ও ইসলামের ইতিহাস বিষয়ে শিক্ষকের সংখ্যা ৫ জন। ক্লাসরুমে পাঠদান ছাড়াও নিয়মিত টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ করা হয়। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের অভাবে সুষ্ঠু পাঠদান প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। প্রতিটি অনার্স বিষয়ে নিজস্ব বিভাগ ও সেমিনার কক্ষ রয়েছে। কলেজে একটি করে বিজ্ঞান ভবন (একতলা), ব্যবসায় শিক্ষা ভবন, কলা ভবন, প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরী (অস্থায়ী ভবনে) রয়েছে। কলেজ ক্যাম্পাসে আছে ১৫০ সীটের একটি ছাত্রাবাস এবং ১০০ সীটের একটি ছাত্রীনিবাস। শিক্ষকগণের আবাসিক সুবিধার জন্য আছে শিক্ষক ডর্মিটরী । রয়েছে মসজিদ, পুকুর, জেলাখ্যাত শহীদ মিনার এবং ছায়া-সুনিবিড় বৃক্ষ-সারি শোভিত ক্যাম্পাসে বড় পরিসরের খেলার মাঠ। ছাত্র-ছাত্রীদের জন্য আনুষঙ্গিক সুবিধাসহ একটি করে কমনরুম রয়েছে। সমপ্রতি কলেজের কলাভবনে সংস্থাপিত একটি পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি সংক্রান্ত সকল সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ ও প্রস্তুত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শ্রী রমেশ চন্দ্র সেন, এম. পি গত ৩ জুলাই ২০০৯ এটির শুভ উদ্বোধন করেন। ইন্টারনেট কাভারেজের আওতাধীন এই ঐতিহ্যবাহী কলেজটি যোগাযোগ সুবিধার দিক থেকেও উন্নত।

সেবাসমূহঃ
১। ভর্তি ফরম।
২। ক্লাস রুটিন।
৩। ভর্তির সময়ে আবেদনকৃত ছাত্র-ছাত্রীদের এবং ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের তালিকা।
৪। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে বা অর্ধ-বেতনে পাঠদানের সুযোগ সুবিধা আছে।
৫। দরিদ্র তহবিল থেকে A^Qj ছাত্র-ছাত্রীদের ফরম পূরণ, চিকিৎসা বিষয়ক অনুদান দেওয়া হয়।
৬। মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে বৃত্তি প্রদানের ব্যবস্থা আছে।